সোনামণির বয়স যদি ৬মাস থেকে ২ বছরের নিচে হয় তাহলে ১ কাপ পানিতে ১-২ টেবিল চামচ জাফরান মিক্স ও একচিমটি লবন সাথে তালমিশ্রি অথবা গুড় মিশিয়ে নিন।তারপর সুজির মতো রান্না করে দিনে দুইবার সোনামণিকে খাওয়াতে পারেন।
সোনামণির বয়স যদি ২ বছরের উপরে হয় তাহলে ১ কাপ দুধ/পানি নিন,সাথে ২-৩ টেবিল চামচ জাফরান মিক্স এক চিমটি লবন,পরিমান মতো তালমিশ্রি অথবা গুড় নিয়ে সুজির মতো রান্না করে সোনামণিকে দিনে ২-৩ বার খাওয়াতে পারেন।